সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ২৫০ টাকার মাসিক SIP-তে ২৯ লাখ টাকার তহবিল, জানুন SBI জননিবেশ মিউচুয়াল ফান্ডের খুঁটিনাটি

RD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: SBI মিউচুয়াল ফান্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় নিয়ে এসেছে 'SBI JanNivesh SIP'। বলা যায় যে, দেশবাসীর সুবিধার্থে আরও সহজ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার থেকে মাত্র ২৫০ টাকা মাসে জমিয়ে বড় অঙ্কের তহবিল গড়া যাবে। 

কী কারণে এই উদ্যোগ?
গ্রামীণ, আধা-শহর এবং শহুরে অঞ্চল থেকে প্রথম-বারের বিনিয়োগকারীদের এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। বিনিয়োগ যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। বিনিয়োগের পরিমাণ কম হোক বা বেশি- তা বিবেচ্য নয়, আসলে যতক্ষণ কেউ বিনিয়োগ করতে থাকবেন, ততক্ষণ কর্পাস বাড়বে এবং ভবিষ্যতে তা বহুগুণ রিটার্ন দিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে, মাসিক ভিত্তিতে মাত্র ২৫০ টাকার বিনিয়োগ মোটেও ভালো কর্পাসে পরিণত হবে না, কিন্তু এটা ভুল ধারণা। কারণ প্রবাদ অনুসারে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু।

সেবি-র বক্তব্য-
গত মাসে মিউচুয়াল ফান্ডে যাতে সব ধরনের বিনিয়োগকারী টাকা রাখতে পারেন, সেই কারণে নতুন উদ্য়োগের কথা বলেছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। সেই লক্ষ্যে প্রতি মাসে ন্যূনতম ২৫০ টাকার ছোট এসআইপি তৈরি করা হয়েছে। একে সেবি মিউচুয়াল ফান্ডের স্যাসেটাইজেশন হিসাবে উল্লেখ করেছে।  

JanNivesh SIP- কী পাবেন বিনিয়োগকারীরা?

- কম খরচে বিনিয়োগ- জননিবেশ এসআইপি একটি ফ্লেক্সিবল এসআইপি বিকল্প। যা সামান্য টাকা দিয়ে শুরু করা যায়। এতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিনিয়োগের সুবিধা রয়েছে। যারা প্রতি মাসে কম পরিমাণ টাকা দিয়ে বিনিয়োগের যাত্রা শুরু করতে ছান এটা তাদের জন্য বড় সুযোগ।

- ডিজিটালি জমা করা যাবে- স্টেট ব্যাঙ্কের এই SIP উদ্যোগ SBI YONO, Paytm, Groww, Zerodha-এর মতো অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বিনিয়োগকারীরা এখানে সহজেই ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে বিনিয়োগ করতে ও তা দেখতেও পারবেন।

বিনিয়োগকারীদের রিটার্ন-
JanNivesh এর অধীনে SIP এর মাধ্যমে বার্ষিক ১২ শতাংশ হারে সুদে প্রতি মাসে ২৫০ টাকা বিনিয়োগ করলে ৪০ বছর পর বিনিয়োগকারীর কর্পাসের মূল্য হবে প্রায় ২৯,৭০,৬০৫ লক্ষ টাকা, রিটার্নে। অর্থাৎ, ৪০ বছর ধরে মোট ১,২০,০০০ টাকার বিনিয়োগ ২৮,৫০,৬০৫ টাকা লাভ হয়।

SBI JanNivesh SIP: কীভাবে বিনিয়োগ করবেন
ব্যবহারকারীরা SBI YONO প্ল্যাটফর্ম এবং Paytm, Groww এবং Zerodha-এর মতো অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ড খুলতে পারেন।

Paytm-এ JanNivesh SIP-তে কীভাবে বিনিয়োগ করবেন?

ধাপ ১: Paytm অ্যাপ খুলুন।

ধাপ ২: JanNivesh SIP @250 ট্যাবে ক্লিক করুন।

ধাপ ৩: আপনি পরিমাণ (দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক) নির্বাচন করতে পারেন।

ধাপ ৪: আপনাকে PAN নম্বর, সম্পূর্ণ KYC এবং SIP সেট লিখতে হবে।

সবশেষে Paytm আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কেটে নেওয়ার অনুমতি দেয়।


sbijanniveshmutualfundsipmutualfund

নানান খবর

নানান খবর

কোটিপতির রহস্য লুকিয়ে রয়েছে সামান্য বিনিয়োগেই, জেনে নিন বিস্তারিত

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার কন্যার স্বপ্নকে সত্যি করতে পারে, জেনে নিন বিস্তারিত

অফিস পরিবর্তন করলেও ইপিএফও নিয়ে থাকুন নিশ্চিন্ত, কোন ঘোষণা করল কর্তৃপক্ষ

বাড়ি-গাড়ি লোনে জিরো প্রসেসিং ফি, ফাটাফাটি অফার নিয়ে এল এই ব্যাঙ্ক

ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ, ধাক্কা লাগল শেয়ার বাজারে

বাড়ি বা গাড়ি কিনতে ঋণ নেবেন? সুদে অতিরিক্ত ছাড়-সহ বিশেষ সুবিধা দিচ্ছে পিএনবি, জানুন বিস্তারিত

আগামী বছরেই সোনার দাম হবে ৩ লাখ! অশনি সঙ্কেত দিল জে পি মর্গান

কন্যার জীবন হবে উজ্জ্বল, সুদ পাবেন ৮.২ শতাংশ, জেনে নিন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি

পোস্ট অফিস থেকে পেতে পারেন মাসে ৯ হাজার টাকা, রয়েছে মালামাল স্কিম

চাপ বাড়তে চলেছে এইসব আমানতের, ব্যাঙ্কগুলিকে কী নির্দেশ আরবিআই-য়ের?

মিউচুয়াল ফান্ডে একবার বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি, কীভাবে জেনে নিন

মিলে গেল বলিউডের বাবা ভাঙ্গার কথা, সোনার দামের এই ভিডিও এখন সর্বত্র ভাইরাল

১০ বছর বয়সীরা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ও চালাতে পারবে, বড় সিদ্ধান্ত আরবিআইয়ের

নিজের সন্তানের জন্য কি বাবা-মা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন? জানুন বিস্তারিত

সোশ্যাল মিডিয়া